পৃথ্বীশচন্দ্র রায় (১৮৭০ – ১৯২৮) উলপুর-ফরিদপুর। পূৰ্ণচন্দ্র। ভারতের জাতীয় কংগ্রেসের বিশিষ্ট কর্মী। রাজনীতি-বিষয়ক প্ৰবন্ধ ও সমালোচনা প্রকাশের জন্য ১৯০৫ খ্রী. ‘দি ইন্ডিয়ান ওয়ার্লড’ নামে একটি মাসিক পত্রিকা (পরে সাপ্তাহিক) প্ৰকাশ করেন। দীর্ঘদিন ‘ভারত-সভা’র সম্পাদক ছিলেন। সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় মন্ত্রিত্ব গ্রহণ করলে তিনি কিছুদিন ‘দি বেঙ্গলী’ পত্রিকা সম্পাদনা করেন। বিখ্যাত মধ্যপন্থী নেতা দীনশা ওয়াচা ও মহামতি গোখলের বিশেষ বন্ধু ছিলেন। ‘গোখলে স্মারক গ্রন্থাগার’ স্থাপনের জন্য নিজের মূল্যবান গ্রন্থাগারটি ‘ভারত-সভা’কে দান করেছিলেন। দীর্ঘকাল ফরিদপুর সেবা সমিতির সভাপতি এবং উলপুর উচ্চ ইংরেজী বিদ্যালয়ের সম্পাদক ছিলেন। রচিত গ্রন্থ: ‘দি পভাটি প্ৰব্লেম ইন ইন্ডিয়া’ (১৮৯৫), ‘এ নোট অন দি ইন্ডিয়ান সুগার ডিউটিজ’ (১৮৯৯), ‘ইন্ডিয়ান ফেমিনস : দেয়ার কজেস অ্যান্ড রেমিডিজ’ (১৯০১), ‘দি ম্যাপ অফ ইন্ডিয়া’ (১৯০৪), ‘লাইফ এন্ড টাইমস অফ সিআরদাশ’ (১৯২৭) প্রভৃতি।
পূর্ববর্তী:
« পূৰ্ণশশী দেবী
« পূৰ্ণশশী দেবী
পরবর্তী:
প্যারীচরণ সরকার »
প্যারীচরণ সরকার »
Leave a Reply