পুর্ণেন্দু দস্তিদার (? – ৯-৫-১৯৭১) ধলঘাট-চট্টগ্রাম। চন্দ্ৰকুমার। ছাত্রাবস্থায় রাজনীতিতে প্রবেশ করে বিপিএস-এর নেতৃস্থানীয় কর্মী হন। মাস্টারদার (সূর্য সেন) নেতৃত্বে ১৮ এপ্রিল ১৯৩০ খ্রী. চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণে যোগ দেন এবং ধরা পড়ে দীর্ঘকাল কারাদণ্ড ভোগ করেন। দেশ স্বাধীন হবার পর পূর্ববঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হন। ১৯৭০ খ্ৰী নির্বাচনে ন্যাপের (ওয়ালি) প্রতিনিধি ছিলেন। দেশবিভাগের পরেও তাঁর অধিকাংশ সময় জেলেই কাটে। সাহিত্যিক হিসাবে খ্যাতি ছিল। রচিত গ্ৰন্থ : ‘স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম’, ‘কবিয়াল রমেশ শীল’ ও ‘বীরকন্যা প্রীতিলতা’। তাঁর এক ভাই অস্ত্রাগার আক্রমণকালে শহীদ হন এবং অপর একজন দ্বীপান্তরিত হয়েছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী সৈন্যদের কাছ থেকে রেহাই পাবার জন্য ভারত অভিমুখে আসার সময় মারা যান।
পূর্ববর্তী:
« পুরাণ গিরি
« পুরাণ গিরি
পরবর্তী:
পুলিন রায় »
পুলিন রায় »
Leave a Reply