পূৰ্ণশশী দেবী (১৮৮৭ – ১৯৬৪) পিতা ইঞ্জিনিয়ার কালীকৃষ্ণ মুখোপাধ্যায়ের কর্মস্থল পাঞ্জাবে জন্ম। সুলেখিকা। তাঁর অনেক গল্প কুন্তলীন ও কেশরঞ্জন পুরস্কার পেয়েছে। রাজপুতানার আলোয়ারে স্বামী পিয়ারীমোহন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকাকালীন সেখানের মেয়েদের কাজরী, মল্লার প্রভৃতি শ্রাবণী গীতিগুলি বাংলায় অনুবাদ করে ‘বিচিত্ৰা’, ‘দীপালী’, ‘উত্তরা’ প্রভৃতি পত্রিকায় প্রকাশ করেন। স্বামীর মৃত্যুর পর আর্থিক কৃচ্ছ্রতার দিনে লেখাকে তিনি জীবিকা করেন। গল্প, উপন্যাস লিখে আর্থিক স্বাচ্ছন্দ্য না হওয়ায় অনুবাদের কাজে ব্ৰতী হন। হিন্দী প্রেমসঙ্গীত ও সাধক কবিদের দোঁহাবলী বঙ্গানুবাদ করে শিশির পত্রিকায় ছাপান। শিশির প্রকাশনীর তাগিদে তিনি একটি চলতি সিরিজের ষাটখানি বইয়ের অনুবাদ করেন। আজন্ম প্রবাসী তিনি কাশীতে থাকাকালে একটি বাঙালী বিদ্যালয়ের প্রধান-শিক্ষিকা ছিলেন। ‘স্নেহময়ী’, ‘মেয়ের রূপ’, ‘মহিলা মজলিস’, ‘আঁধারে আলো’, ‘সাদা কালো’ প্রভৃতি চৌদ্দখানি উপন্যাস রচনা করেছেন। ‘ঝড়ের পথিক’ ও ‘অভাগীর স্বপ্ন’ তাঁর গল্পগ্রন্থ। তাঁর রচিত স্মৃতিকথা মনে পড়ে, দুই ভাগে ‘প্রভাতী’ ও ‘শিশির’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
পূর্ববর্তী:
« পূৰ্ণচন্দ্ৰ মুখোপাধ্যায়
« পূৰ্ণচন্দ্ৰ মুখোপাধ্যায়
পরবর্তী:
পৃথ্বীশচন্দ্র রায় »
পৃথ্বীশচন্দ্র রায় »
Leave a Reply