পূৰ্ণচন্দ্ৰ মুখোপাধ্যায় (? – ১৮-৪-১৩২০ ব)। খ্যাতনামা প্রত্নতাত্ত্বিক। ১৮৬৮ খ্রী. সোদপুর বিদ্যালয় থেকে প্ৰবেশিকা পাশ করার পর আর্থিক অসচ্ছলতার দরুন পড়া বন্ধ রেখে কিছুকাল সাহিত্যচর্চায় রত থাকেন। এরপর লক্ষ্মৌতে গিয়ে ক্যানিং কলেজে ভর্তি হন। এ সময় ভারতবর্ষের দুর্দশা দেখে এক ওজস্বী মহাকাব্য রচনা শুরু করেন। রচনা শেষ না করেই দেশের লুপ্তপ্রায় শিল্প পুনরুদ্ধারকল্পে ‘Pictorial Lucknow History, People and Architecture’ গ্রন্থ সঙ্কলন করেন এবং এই গ্ৰন্থ সঙ্কলনের জন্য নিজেই চিত্রাঙ্কন শেখেন। ইতিমধ্যে এফ.এ. পাশ করেন। কিন্তু ১৮৭৩ খ্ৰী. বি.এ. পরীক্ষায় অকৃতকার্য হন। সামান্য কাজ দিয়ে চাকরি জীবন শুরু। ১৮৮২/৮৩ খ্রী. সরকারের আর্কিওলজিস্ট নিযুক্ত হন। নানা কারণে আর্কিওলজিস্টের পদ ত্যাগ করে পি-ডাবলিউডি-তে যোগ দিয়ে ঝান্সী যান। সেখানে ললিতপুরে পুরাতত্ত্বের মূল্যবান নিদর্শনসমূহ আবিষ্কার করেন। এখানেও চক্রান্তের ফলে তাঁর পদচ্যুতি ঘটে। তখন বঙ্গের ছোটলাট স্যার চার্লস ইলিয়ট কর্তৃক তিনি কলিকাতায় বঙ্গীয় পুরাতত্ত্বাধ্যক্ষ নিযুক্ত হন এবং মগধ, মিথিলা ও ওড়িশার প্রত্নতত্ত্ব বিষয়ে অনুসন্ধান করে বিশেষ সুখ্যাতি লাভ করেন। তাঁরই প্রচেষ্টার ফলে ইম্পিরিয়াল মিউজিয়মের আর্কিওলজিক্যাল গ্যালারী সমৃদ্ধ হয়। এরপর পিডাবলিউডি সেক্রেটারিয়েটে চাকরি নিয়ে বুন্দেলখণ্ড রাজবাড়ির অনুকরণে স্থানীয় বিদ্যালয়ের ও ঝান্সীর হাসপাতালের নকশা তৈরি করেন। ১৮৮৭-৮৮ খ্রী বুন্দেলখণ্ডে চান্দেলীয় প্রত্নতাত্ত্বিক নিদর্শনাদি আবিষ্কার করে ছবিসহ বিস্তৃত বিবরণ লিপিবদ্ধ করেন। পরে তিনি কলিকাতা যাদুঘরের পুরাতত্ত্বাধ্যক্ষ হয়েছিলেন। ১৮৯১–৯৪ খ্ৰী. বিহার ও ওড়িশার পুরাতত্ত্ব বিভাগে কাজ করেন। ১৮৯৭ – ৯৮ খ্রী পাটনায় প্রাচীন পাটলিপুত্রের অনুসন্ধানে খনন-কার্যাদি চালান। পাটলিপুত্ৰ বিষয়ে তাঁর রিপোর্টে সম্রাট অশোক সম্বন্ধে বহু ঐতিহাসিক তথ্য জানা যায়। ১৮৯৯ খ্ৰী. পুনর্বার লক্ষ্ণৌয়ে সরকারী আর্কিওলজিস্ট নির্বাচিত হয়ে ইতিহাসবির্ণিত প্ৰাচীন কপিলবস্তু নগর আবিষ্কারের জন্য নেপালে যান। গোরক্ষপুরের কাছে তলিবার উত্তরে তিলারাকোটে কপিলবস্তুর স্থান নির্ণয় করেন এবং রুমিনদেই নামক স্থানে বুদ্ধদেবের জন্মস্থানের অনুসন্ধান পান। পরের বছর সরকার তাঁর নেপাল রিপোর্ট চিত্রসহ মুদ্রিত করেন। তাঁর রচিত লক্ষ্ণৌ-বিষয়ক একটি গ্রন্থ মুদ্রিত হলেও প্রকাশিত হয় নি। ভারতীয়ম তাঁর রচিত মহাকাব্য (১৮৭৫)।
পূর্ববর্তী:
« পূর্ণেন্দুনারায়ণ সিংহ, রায়বাহাদুর
« পূর্ণেন্দুনারায়ণ সিংহ, রায়বাহাদুর
পরবর্তী:
পূৰ্ণশশী দেবী »
পূৰ্ণশশী দেবী »
Leave a Reply