পূর্ণচন্দ্র দে (১০.৮.১৮৫৭ – ১৮.১০.১৯৪৬) ভদ্রকালী—হুগলী। প্রেসিডেন্সী কলেজ থেকে বি.এ. পাশ করে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতার পর আশুতোষ কলেজে অধ্যাপনা করেন। বহু সংস্কৃত উদ্ভট কবিতা সংগ্রহ ও বঙ্গানুবাদ করে ‘উদ্ভটসাগর’ উপাধি পান। তাঁর রচিত গ্রন্থঃ ‘উদ্ভট-শ্লোকমালা’, ‘উদ্ভটসমুদ্র’, ‘স্তবসমুদ্র’, ‘প্রশ্নোত্তর-মণিরত্নমালা’, ‘মোহমুদগর’, ‘মোহঠাকুর’ এবং সম্পাদিত গ্রন্থঃ ‘মহাভারত’, ‘কৃত্তিবাসী-রামায়ণ’, ‘পাণ্ডবগীতা’ ও ‘উপক্রমণিকা’ (ব্যাকরণ)।
পূর্ববর্তী:
« পূর্ণচন্দ্র দাস
« পূর্ণচন্দ্র দাস
পরবর্তী:
পূর্ণানন্দ স্বামী, মহারাজ »
পূর্ণানন্দ স্বামী, মহারাজ »
Leave a Reply