পূরণচাঁদ নাহার (১৫-৫-১৮৭৫ – ৩১-৫-১৯৩৬) আজিমগঞ্জ-মুর্শিদাবাদ। সেতাবচাঁদ। প্রেসিডেন্সী কলেজ থেকে বি-এ, ও বি-এল এবং ১৮৯৮ খ্রী. এম-এ পাশ করেন। বাঙলার জৈন সম্প্রদায়ের মধ্যে তিনিই প্রথম এম-এ। বিভিন্ন স্থান ভ্ৰমণ করে শিল্প, ভাস্কৰ্য, মুদ্রা, পুস্তক ও পাণ্ডুলিপি সংগ্রহ করে এক পুরাতত্ত্ব মিউজিয়ম প্ৰতিষ্ঠা করেন। ভাণ্ডারকার প্রাচ্যবিদ্যা সংসদের আজীবন সদস্য ও বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় পরিচালক সভায় ভারতীয় জৈন শ্বেতাম্বর সম্প্রদায়ের প্রতিনিধি ছিলেন। তাঁর রচিত বহু গ্রন্থের মধ্যে ‘জৈন অনুশাসন লিপি’ (৩ খণ্ড) উল্লেখযোগ্য।
পূর্ববর্তী:
« পূর সদরুদ্দীন সাহেব
« পূর সদরুদ্দীন সাহেব
পরবর্তী:
পূর্ণচন্দ্র দাস »
পূর্ণচন্দ্র দাস »
Leave a Reply