পুলিনবিহারী সরকার (২৮-১১-১৮৯৪ – ১৪-৭-১৯৭১) কলিকাতা। পিতার স্থায়ী বাসস্থান মেদিনীপুরের তমলুক। বসন্তকুমার। বৈশ্লেষিক ও খনিজ রসায়নে অভিজ্ঞ বৈজ্ঞানিক। কলিকাতা প্রেসিডেন্সী কলেজ থেকে বি.এস-সি এবং এমএস-সি. পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯১৬ খ্ৰী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কলেজে অধ্যাপনা এবং গবেষণার কাজ শুরু করেন। ১৯২৫ খ্রী. ঘোষ ট্রাভেলিং ফেলোশিপ নিয়ে ইউরোপে যান। প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে ‘স্টেট ডক্টরেট অফ ফ্রান্স’ লাভ করেন। ১৯২৮ খ্ৰী. দেশে ফিরে পূর্ব-পদে যোগ দেন। ১৯৪৬ খ্ৰী. ঘোষ অধ্যাপক এবং ১৯৫২ খ্রী রসায়ন বিভাগের প্রধান পদে উন্নীত হন। ১৯৬০ খ্রী. অবসর-গ্ৰহণ করলেও গবেষণার কাজ চালিয়ে গেছেন। তিনি ৪০টিরও বেশী ভারতীয় খনিজ পদার্থের রাসায়নিক উপাদান বার করে তাদের রাসায়নিক সংকেতও নির্ধারণ করেছেন। তেজস্ক্রিয়তা এবং ভূতাত্ত্বিক বয়স বার করার কাজে তাকে অন্যতম পথিকৃৎ বলা যায়। তিনি আতপ চাল, মুসুর ডাল প্রভৃতি সাধারণ খাদ্যবস্তু বিশ্লেষণ করে তাদের মৌলিক উপাদান দেখিয়েছেন। ১৯৩৮ খ্রী. ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের রসায়ন শাখার সভাপতি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্সের ফেলো ছিলেন।
পূর্ববর্তী:
« পুলিনবিহারী দাস
« পুলিনবিহারী দাস
পরবর্তী:
পুলিনবিহারী সেন »
পুলিনবিহারী সেন »
Leave a Reply