পুণ্যানন্দ স্বামী (১৫-১-১৯০৪ – ২৪-১১-১৯৭১) সিমুলিয়া—ঢাকা। পূর্বাশ্রমের নাম আদিনাথ চট্টোপাধ্যায়। ১৯২০ খ্রী. অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কলেজ ত্যাগ করেন। ১৯২২ খ্রী. রামকৃষ্ণ মঠ ও মিশনে যোগ দেন। ১৯৩২–৪২ খ্রী রেঙ্গুন মিশনের ভারপ্রাপ্ত ছিলেন। দ্বিতীয় মহাযুদ্ধকালে রেঙ্গুন থেকে কয়েক হাজার আশ্রয়প্রার্থী নিয়ে হাঁটা পথে আরাকানের মধ্য দিয়ে ভারতে আসেন। ১৯৪৩ খ্রী. বাঙলার ভয়াবহ দুর্ভিক্ষে তাঁর সেবাকাৰ্য স্মরণীয়। এই সময়ে যে ৩৭টি পিতৃমাতৃহীন শিশুকে তিনি কলিকাতার পথ থেকে কুড়িয়ে পান, তাদের আশ্রয়ের জন্য অপরিসীম চেষ্টায় গড়ে তোলেন রহড়া রামকৃষ্ণ আশ্রম (১৯৪৪)। আমৃত্যু এই সংগঠনে কাজ করেন।
পূর্ববর্তী:
« পুণ্যলতা চক্রবর্তী
« পুণ্যলতা চক্রবর্তী
পরবর্তী:
পুরাণ গিরি »
পুরাণ গিরি »
Leave a Reply