পুঁটু চৌধুরী (১৯২৩ – ১৪-১২-১৯৭৯)। বাংলা ক্রিকেটের খ্যাতনামা খেলোয়াড়। চল্লিশ দশকের প্রথম দিকে তিনি বিহার এবং বাঙলা দুটি রাজ্যের হয়ে রণজি ট্রফি ক্রিকেট খেলেছেন। ১৯৪৮ – ৪৯ খ্রী. ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং ১৯৫১–৫২ খ্রী. ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি সরকারী টেস্টে এবং কয়েকটি বে-সরকারী টেস্টে খেলেছিলেন। ১৯৫২ খ্রী. ইংল্যান্ড সফরকারী ভারতীয় দলের সঙ্গে ছিলেন। কলিকাতায় মোহনবাগান ক্লাবের হয়ে দীর্ঘদিন খেলেছেন। হাইজাম্পেও তাঁর বিশেষ দক্ষতা ছিল। বৈষ্ণবধর্মের অপূর্ব ভক্তিকথা তিনি বাঙলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রচার করেন।
পূর্ববর্তী:
« পীর মানিক জাহান
« পীর মানিক জাহান
পরবর্তী:
পুণ্ডরীকাক্ষ বিদ্যাসাগর ভট্টাচাৰ্য »
পুণ্ডরীকাক্ষ বিদ্যাসাগর ভট্টাচাৰ্য »
Leave a Reply