পীতাম্বর সিদ্ধান্তবাগীশ (১৬শ শতাব্দী)। বিখ্যাত পাঁচালী কবিদের অন্যতম। প্ৰথমে তিনি গৌড়ের রাজসভায় ছিলেন। পরে কুচবিহার রাজদরবারে আসেন এবং মহারাজা নরনারায়ণের (১৫৩৫ — ৮৭) আদেশে ভাগবতের দশম স্কন্ধ অনুবাদ করে মর্যাদা লাভ করেন। মার্কণ্ডেয় পুরাণ-নামে একখানি কাব্যও লিখেছিলেন। তাঁর অপর গ্ৰন্থ: ‘নল-দয়মন্তী কাহিনী’।
পূর্ববর্তী:
« পীতাম্বর মুখোপাধ্যায়
« পীতাম্বর মুখোপাধ্যায়
পরবর্তী:
পীযুষ বন্দোপাধ্যায় »
পীযুষ বন্দোপাধ্যায় »
Leave a Reply