পীতাম্বর মিত্ৰ (১৭৪৭ – ১৮০৬) বড়িশা-চব্বিশ পরগনা। অযোধ্যারাম। প্রথমে সম্রাট শাহ-আলমের সেনাপতিরূপে ‘রাজা’ উপাধি ও দশ হাজার মুসলমান অশ্বারোহী সৈন্যের অধিনায়কত্ব লাভ করেন। মহারাষ্ট্র যুদ্ধের পুরস্কারস্বরূপ বর্তমান এলাহাবাদের কড়ার দুর্গ ও নগর জায়গীর পান। কড়া নগরের বার্ষিক আয় ছিল ২ লক্ষ ২০ হাজার টাকা। অযোধ্যার নবাব আসফ-উদ্দৌলার সঙ্গে তাঁর অত্যন্ত সদ্ভাব ছিল। ১৭৮৬ খ্ৰী. গোলাম কাদের বিদ্রোহ ঘোষণা করে শাহ-আলমকে অন্ধ করে দেন এবং এইসময় থেকেই দিল্লীর সাম্রাজ্য বিশৃঙ্খল হয়ে ওঠে। এরপরই পীতাম্বর অবসর-গ্ৰহণ করে কলিকাতায় ফেরেন। পরে তিনি বৈষ্ণবধর্ম গ্রহণ করে পৈতৃক বাড়ি ত্যাগ করেন এবং সুড়ার বাগান অঞ্চলে প্ৰাসাদ নির্মাণ করে বসবাস শুরু করেন। তথায় তিনি ‘সুড়ার রাজা’ নামে অভিহিত হন। প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ রাজা রাজেন্দ্রলাল তাঁর প্রপৌত্র।
পূর্ববর্তী:
« পীতাম্বর বিদ্যাবাগীশ
« পীতাম্বর বিদ্যাবাগীশ
পরবর্তী:
পীতাম্বর মুখোপাধ্যায় »
পীতাম্বর মুখোপাধ্যায় »
Leave a Reply