পীতাম্বর দে (১৮৩৮ – ১৯০৪) জনুবাজার-বীরভূম। বীরভূম, পূর্ণিয়া প্রভৃতি স্থানে শিক্ষকতা করে ১৮৯৭ খ্ৰী. প্রধান-শিক্ষক থাকাকালীন অবসর গ্ৰহণ করেন। স্বরচিত রামলীলা, গৌরাঙ্গলীলা প্রভৃতি বিবিধ-বিষয়ক ২০০ সঙ্গীত সংগৃহীত করে ‘গীতাবলী’ নামে একটি গ্রন্থ প্ৰকাশ করেন।
পূর্ববর্তী:
« পীতাম্বর দাস, চৌধুরী
« পীতাম্বর দাস, চৌধুরী
পরবর্তী:
পীতাম্বর বিদ্যাবাগীশ »
পীতাম্বর বিদ্যাবাগীশ »
Leave a Reply