পিলু রায়চৌধুরী (১৯১৪ – ১৯৮০) ময়মনসিংহ। সন্তোষের মহারাজা স্যার মন্মথনাথ। প্রকৃত নাম প্রীতীন্দ্রনাথ। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ১৯৩৫ খ্রী. বি.এ. পাশ করেন। দক্ষ বিলিয়ার্ড ও টেবিল টেনিস খেলোয়াড়। ১৯৩৮ খ্ৰী থেকে আমৃত্যু ভাইস কন্সাল হিসাবে পূর্বভারতে স্পেনের একমাত্র প্রতিনিধি ছিলেন। তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ স্পেন-সরকার কর্তৃক তিনি নাইটহুড অব দি অর্ডার অব ইসাবেলা দ্য ক্যাথলিক উপাধিতে ভূষিত হন। বয় স্কাউট আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন।
পূর্ববর্তী:
« পিনাকীরঞ্জন চট্টোপাধ্যায়, ড.
« পিনাকীরঞ্জন চট্টোপাধ্যায়, ড.
পরবর্তী:
পিয়ারীমোহন দাস »
পিয়ারীমোহন দাস »
Leave a Reply