পিয়ার্সন, জন (১৭৯০ – ১৮৩১)। কুড়ি বছর বয়সে যাজকবৃত্তি অবলম্বন করেন। ১৮১৭ খ্রী. ভারতে এসে চুঁচুড়ায় মে সাহেবকে স্কুল পরিচালনায় সাহায্য করেন। ১৮১৮ খ্ৰী. মে সাহেবের মৃত্যুর পর তাঁর পরিচালিত ২৫ টি স্কুলের ভার গ্রহণ করেন। এই সময় অনেকেই স্কুলপাঠ্য বাংলা পুস্তক রচনা করতেন। তাদের মধ্যে পিয়ার্সনই সব থেকে বেশিসংখ্যক গ্ৰন্থ রচনা করেন। রচিত গ্ৰন্থ: নীতিকথা বা Moral Tales, পত্র-কৌমুদী বা Letter-Writing, পাঠশালার বিবরণ বা school Master’s Manual, বাক্যাবলী, মারী সাহেবের ইংরেজী ব্যাকরণের বাংলা অনুবাদ (দ্বিভাষিক), ভূগোল ও জ্যোতিষ, স্কুল ডিক্সনারী ও প্রাচীন ইতিহাস। এ ছাড়া অনেকগুলি ধর্মীয় প্রচারমূলক পুস্তিকাও তিনি রচনা করেন। তাঁর বেশির ভাগ গ্ৰন্থই স্কুল বুক সোসাইটি কর্তৃক প্রচারিত। কলিকাতায় মৃত্যু।
পূর্ববর্তী:
« জগৎশেঠ
« জগৎশেঠ
পরবর্তী:
জনমেজয় মিত্র, আর্মান »
জনমেজয় মিত্র, আর্মান »
Leave a Reply