পিয়ারীলাল রায়। (১৯শ শতাব্দী) লাখুটিয়া বরিশাল। রাজচন্দ্র। জমিদারবংশে জন্ম। ব্যারিস্টার পিএল-রায় নামে পরিচিত ছিলেন। আইন-ব্যবসায়ে সফলতার জন্য সরকার তাকে বাঙলাদেশের ‘Legal Remembrancer’ পদে নির্বাচিত করেন। এই পদে তিনিই প্রথম ভারতবাসী। মধ্যম ভ্রাতা বিহারীলালের মত তিনিও দেশে শিক্ষাবিস্তারে উৎসাহী ছিলেন। অন্তঃপুরে স্ত্রীশিক্ষার প্রসারকল্পে প্ৰধানত তাঁরই উদ্যোগে ‘বাখরগঞ্জ হিতৈষিণী সভা’ প্রতিষ্ঠিত হয়েছিল। বহু বছর পশ্চিমবঙ্গ বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। ডাঃ সূৰ্যকুমার গুডিবা চক্রবর্তীর জামাতা। খ্যাতনামা বক্সার পিএল-রায় এবং প্রথম বাঙালী ফ্লাইট লেফটেন্যান্ট ইন্দ্রলাল তাঁর দুই পুত্র।
পূর্ববর্তী:
« পিয়ারীমোহন দাস
« পিয়ারীমোহন দাস
পরবর্তী:
পীতাম্বর দাস, চৌধুরী »
পীতাম্বর দাস, চৌধুরী »
Leave a Reply