পিনাকীরঞ্জন চট্টোপাধ্যায়, ড. (২৮-৩-১৯৪৬ – ২৪-৯-১৯৮৩)। প্ৰখ্যাত সন্তরণবিদ ও দুঃসাহসী নৌ-অভিযাত্রী। কলিকাতা বিজ্ঞান কলেজের ফিজিয়লজির অধ্যাপক ছিলেন। ১-২-১৯৬৯ খ্রী. অ্যালবার্ট জর্জ ডিউকের সঙ্গে ‘কনোজি আংরে’ নামক ডিঙ্গি নৌকোয় কলিকাতা থেকে আন্দামান যাত্ৰা করে। ৫ মার্চ সেখানে পৌঁছান। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস মেডিসিন কোর্স চালু করায় সচেষ্ট ছিলেন। এক্সপ্লোরার্স ক্লাবের সক্রিয় সদস্য, নিপুণ ক্রীড়াবিদ। পর পর দু বছর কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ব্লু। দুর্ঘটনায় মৃত্যু।
পূর্ববর্তী:
« পাহাড়ী সান্যাল
« পাহাড়ী সান্যাল
পরবর্তী:
পিলু রায়চৌধুরী »
পিলু রায়চৌধুরী »
Leave a Reply