পাহাড়ী সান্যাল (২২-২-১৯০৬ – ১০-২-১৯৭৪)। উত্তরপ্রদেশে জন্ম। লক্ষ্মেীবাসী। প্রকৃত নাম নগেন্দ্রনাথ। শিল্পী জীবনে পাহাড়ী সান্যাল নামে সুপরিচিত। লক্ষ্ণৌ ম্যারিস কলেজ থেকে সঙ্গীত-উপাধি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৩৩ খ্রী. কলিকাতায় নিউ থিয়েটার্স প্রতিষ্ঠানে অভিনেতা হিসাবে যোগ দেন। বাংলা ও হিন্দী মিলিয়ে চার দশক ধরে প্রায় ১৫০ টি ছবিতে নানা চরিত্রে রূপদান করেছেন। তাঁর অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য ছবিঃ ভাগ্যচক্র, বড়দিদি, জিন্দগী, রজতজয়ন্তী, ‘স্বামী’, ‘বিদ্যাসাগর’, ‘ভগবান শ্ৰীকৃষ্ণচৈতন্য’, ‘মহাকবি গিরিশচন্দ্র’, ‘একদিন রাত্রে’, ‘জাগতে রহো’ প্রভৃতি। ১৯৭৩ খ্রী. তিনি প্রথম রঙ্গমঞ্চে (বিশ্বরূপায়) অভিনয় করেন। সাহিত্যে ও শিল্পের বিভিন্ন প্রকরণে তাঁর আগ্ৰহ ছিল। অতুলপ্রসাদের গানের জনপ্রিয়তার মূলে তাঁর দান অসামান্য। বাংলা, ইংরেজী, হিন্দী এবং উর্দু ছাড়াও ফরাসী ভাষায় তাঁর অধিকার ছিল। তাঁর স্ত্রী মীরাদেবীও এককালে চলচ্চিত্রের খ্যাতনামা শিল্পী ছিলেন।
পূর্ববর্তী:
« পার্বতীচরণ তর্কতীর্থ, মহামহোপাধ্যায়
« পার্বতীচরণ তর্কতীর্থ, মহামহোপাধ্যায়
পরবর্তী:
পিনাকীরঞ্জন চট্টোপাধ্যায়, ড. »
পিনাকীরঞ্জন চট্টোপাধ্যায়, ড. »
Leave a Reply