পার্বতীচরণ তর্কতীর্থ, মহামহোপাধ্যায় (১৮৬২ – ২-২-১৯৩২) কানুরগাঁও-ফরিদপুর। হরচন্দ্র ন্যায়রত্ন। খ্যাতনামা নৈয়ায়িক পণ্ডিত। মহামহোপাধ্যায় রামনাথ সিদ্ধান্ত-পঞ্চানন ও পরে মুলাজোড় সংস্কৃত কলেজে মহামহোপাধ্যায় শিবচন্দ্ৰ সার্বভেীমের নিকট অধ্যয়ন করেন এবং সদ্য-প্রবর্তিত ‘তীৰ্থ-পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে তর্কতীর্থ উপাধি ও রৌপ্যপদক প্রাপ্ত হন। কিছুকাল একটি ইংরেজী বিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরে কলিকাতায় এসে বাগবাজারে সংস্কৃত চতুষ্পাঠী স্থাপন করে অধ্যাপনা শুরু করেন। ছাত্রদের ব্যয়ভার তিনি নিজেই বহন করতেন। এই সঙ্গে তিনি বরাহনগর ভিক্টোরিয়া স্কুলে সংস্কৃত পড়াতেন এবং অবসর-সময় কোন্নগর-নিবাসী মহামহোপাধ্যায় দীনবন্ধু ন্যায়রত্নের নিকট প্রাচীন ন্যায়শাস্ত্ৰ অধ্যয়ন করতেন। তাঁর অধ্যাপনার খ্যাতিতে মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর তাকে নিজ সভাপণ্ডিতের পদে বরণ করেন। তিনি গভর্নমেন্ট থেকেও প্রথম শ্রেণীর বৃত্তি এবং ১৯২৩ খ্রী. ‘মহামহোপাধ্যায়’ উপাধি পান।
পূর্ববর্তী:
« পারুলবালা মুখোপাধ্যায়
« পারুলবালা মুখোপাধ্যায়
পরবর্তী:
পাহাড়ী সান্যাল »
পাহাড়ী সান্যাল »
Leave a Reply