পারুলবালা মুখোপাধ্যায় (? – ১৪-১০-১৯৩৫)। স্বামী-প্রভাসচন্দ্ৰ। ১৯৩০ খ্রী. সত্যাগ্ৰহ আন্দোলনের সময় কংগ্রেসের কাজে যোগদান করেন। হাওড়ায় নারী সত্যাগ্ৰহী সমিতি স্থাপিত হলে যুগ্ম-সম্পাদিকা হিসাবে বাড়ি বাড়ি ঘুরে স্বদেশী প্রচার করতেন। ১৯৩২ খ্রী. সত্যাগ্ৰহী দল পরিচালনাকালে গ্রেপ্তার হন ও তিনমাস কারাদণ্ড ভোগ করেন। স্বদেশী প্রচারের জন্য তাকে পরেও কারাবরণ করতে হয়।
পূর্ববর্তী:
« পান্নালাল ভট্টাচার্য
« পান্নালাল ভট্টাচার্য
পরবর্তী:
পার্বতীচরণ তর্কতীর্থ, মহামহোপাধ্যায় »
পার্বতীচরণ তর্কতীর্থ, মহামহোপাধ্যায় »
Leave a Reply