পান্নাময়ী দাসী। ঢপ-কীর্তনের খ্যাতনাম্নী গায়িকা। পূর্ব ও পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত ধনী গৃহেই তিনি গান করতে গিয়েছেন। যাত্রাপালাকার নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের সমসাময়িক পান্নাময়ী বৈষ্ণব মহাজনদের পদাবলী নিয়েই বেশির ভাগ সময় কীর্তন পরিবেশন করতেন। তাঁর সময়ে বর্ধমানের বামী কীর্তনী এবং জগন্মোহিনী কান ৷ নামে আরও দু’জন ঢাপ-কীর্তন গায়িকা নাম করেছিলেন।
পূর্ববর্তী:
« পাগলা কানাই
« পাগলা কানাই
পরবর্তী:
পান্নালাল বসু »
পান্নালাল বসু »
Leave a Reply