পাঁচকড়ি দে (১৮৭৩ – ১৯৪৫ ?) প্রখ্যাত ডিটেকটিভ-গ্ৰন্থ-রচয়িতা। ভবানীপুরের এক স্কুলে পড়াশুনা করেন। ডিটেকটিভ উপন্যাস লিখে তিনি বিত্তশালী হন। রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ: ‘নীলবসনা সুন্দরী’, ‘মায়াবী’, ‘মনোরমা’, ‘হরতনের নওলা’, ‘হত্যাকারী কে’ প্রভৃতি। বিভিন্ন ভারতীয় ভাষায় তাঁর কোন কোন গ্ৰন্থ অনুদিত হয়েছে। গ্রন্থগুলি এক সময়ে বিশেষ জনপ্রিয় ছিল।
পূর্ববর্তী:
« পাঁচকড়ি চট্টোপাধ্যায়
« পাঁচকড়ি চট্টোপাধ্যায়
পরবর্তী:
পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় »
পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply