পশুপতিসেবক মিশ্র (১৮৮১ – ১৯৩১)। প্ৰসিদ্ধ সঙ্গীতজ্ঞ রামসেবক মিশ্র। পিতারকর্মক্ষেত্র নেপালে জন্ম। খ্যাতনামা গায়ক ও বাদক। পিতারকাছে ধ্রুপদ, হোরি, খেয়াল, টপ্পা এবং সেই সঙ্গে সেতার ও সুরবাহার যন্ত্রসঙ্গীত ও পিতারমৃত্যুর পর বীণকার মহম্মদ হোসেনের কাছে বীণাবাদন শেখেন। নেপাল বীর হাই স্কুল থেকে এস্ট্রান্স পাশ করেন। তিনি নেপাল দরবারে দীর্ঘদিন নিযুক্ত না থেকে উত্তর ভারতের নানা দরবারে গায়ক ও বাদক হিসাবে যোগ দিয়ে খ্যাতি অর্জন করেন। পরে আনুমানিক ১৯১৮ – ১৯ খ্রী. অনুজ শিবসেবক (১৮৮৪ – ১৯৩৩)-এর সঙ্গে কলিকাতার সঙ্গীত-সমাজে যোগ দিয়ে বিশিষ্ট ধ্রুপদীরূপে প্রতিষ্ঠা লাভ করেন। প্ৰসদ্দু মনোহর ঘরানার এই ভ্রাতৃদ্বয় কলিকাতা শোভাবাজার রাজবাড়ির আনুকুল্য পেয়েছিলেন। এই সময় এই ঘরানারই ধ্রুপদাচাৰ্য লছমী ওস্তাদও কলিকাতায় সুপ্রতিষ্ঠিত ছিলেন। ঐদের শিষ্যমণ্ডলীর মধ্যে অধিকাংশই বাঙালী ছিলেন। দুই সহোদর কলিকাতার স্থায়ী বাসিন্দা হয়ে একত্রেই তাদের সঙ্গীত-জীবন কাটিয়েছেন। শিবসেবকের সুযোগ্য পুত্র রামকিষণ, ভবানীসেবক ও বিষ্ণুসেবকও বাঙলার নিবাসী হয়ে যান।
পূর্ববর্তী:
« পশুপতিনাথ বসু রায়
« পশুপতিনাথ বসু রায়
পরবর্তী:
পাঁচ পীর »
পাঁচ পীর »
Leave a Reply