পশুপতি মিত্র, ডাঃ (১৮৭২ – ২-৪-১৯৫২) চন্দননগর-হুগলী। ডাক্তার হরিশচন্দ্ৰ। খ্যাতনামা ডাক্তার, অস্ত্রোপচার-বিশারদ, শারীরসংস্থানবিদ ও পশু-চিকিৎসক। ১৮৮৮ খ্ৰী. চন্দননগর সেন্ট মেরিস ইনস্টিটিউশন থেকে এন্ট্রান্স, ১৮৯১ খ্রী. সেন্ট জেভিয়ার্স। কলেজ থেকে এফ.এ. এবং ১৮৯৩ খ্রী. কলিকাতা মেডিক্যাল কলেজ থেকে এল.এম.এস. পাশ করে বেঙ্গল ভেটারনারী ইনস্টিটিউটে ভর্তি হন। ১৮৯৭ খ্ৰী. প্রথম স্থান অধিকার করে ভি.এ. ডিপ্লোমা লাভ করে কিছুদিন ঐ শিক্ষায়তনে অধ্যাপনা করেন। ঐ প্রতিষ্ঠানে তিনিই প্ৰথম ভারতীয় শিক্ষক। ১৯০৩ খ্রী. এম.বি. পাশ করেন। অ্যানাটমিতে প্ৰথম স্থান অধিকার করায় স্বর্ণপদক পান। অস্ত্ৰোপচার-বিদ্যাতেও ম্যাকলিওড স্বর্ণপদক লাভ করেন। কলিকাতা মেডিক্যাল কলেজে, আলিপুর চিড়িয়াখানায়, ই বি, রেলওয়েতে ও ঢাকা মেডিক্যাল কলেজে কাজ করে ১৯৩০ খ্রী. অবসর গ্রহণ করেন। পরে আরও ১০ বছর কলিকাতা মেডিক্যাল ইনস্টিটিউটে অ্যানাটমির শিক্ষকরূপে কর্মরত ছিলেন। চিত্রশিল্পী আশুতোষ মিত্র তাঁর অগ্ৰজ।
পূর্ববর্তী:
« পশুপতি ভট্টাচার্য
« পশুপতি ভট্টাচার্য
পরবর্তী:
পশুপতিনাথ বসু রায় »
পশুপতিনাথ বসু রায় »
Leave a Reply