পরেশ লাহিড়ী। ময়মনসিংহ। ১৯০৬ খ্রী. ‘ঢাকা অনুশীলন সমিতি’ প্রতিষ্ঠিত হবার আগেই তাঁর উদ্যোগে ময়মনসিংহে ‘সুহৃদ সমিতি’ নামে একটি গুপ্ত সমিতি প্রতিষ্ঠিত হয়। এই সমিতি কলিকাতার প্রধান দপ্তরের সঙ্গে সম্পর্ক রেখে পিমিত্রের নেতৃত্বে কাজ করতে থাকে। পরে এই সমিতির এক অংশ সাধনা সমিতি নামে প্রতিষ্ঠান গঠন করে অরবিন্দ ঘোষ, বারীন ঘোষ প্রভৃতির কর্মপন্থার সঙ্গে যুক্ত হয়। পরবর্তীকালে তিনি মহাদেবানন্দ গিরি নামে খ্যাত হন।
পূর্ববর্তী:
« পরেশ লাল রায়
« পরেশ লাল রায়
পরবর্তী:
পরেশচন্দ্র চক্রবর্তী »
পরেশচন্দ্র চক্রবর্তী »
Leave a Reply