পরেশ লাল রায় (২০-১২-১৮৯৮ – ৩০-১২-১৯৭৯) লাখোটিয়া-বরিশাল। লব্ধপ্রতিষ্ঠ ব্যারিস্টার জমিদার পিয়ারীলাল। ডাঃ সূৰ্যকুমার গুডিবা চক্রবর্তী তাঁর মাতামহ। ভারতে সংগঠিত মুষ্টিযুদ্ধের প্রবর্তক ও খ্যাতনামা মুষ্টিযোদ্ধা। শৈশব থেকে শিক্ষাদীক্ষা সবই ইংল্যাণ্ডে। বক্সিংয়ের প্রথম তালিম ১০ বছর বয়সে-কেমব্রিজের বিখ্যাত কোচ বিলি চাইলন্ডসের কাছে। পরে ফেদারওয়েটের বিশ্ব চ্যাম্পিয়ান জিম ড্রিসকল স্বেচ্ছায় তাঁর শিক্ষাভার গ্রহণ করেন। সেন্ট পলস স্কুলে পড়ার সময় ১৯১২ খ্রী. বক্সিংয়ে ফেদারওয়েট বিভাগে পাবলিক স্কুল চ্যাম্পিয়ান হন। বক্সিংয়ে তিনিই এশিয়ার প্রথম কেমব্রিজ বু। পরে রাগবী খেলাতেও ব্লু পান। ১৯১৪ খ্রী. ইংল্যান্ডের ব্যান্টমওয়েট চ্যাম্পিয়ান হন। বন্দুক ছোড়ায় ও অশ্বারোহণে দক্ষ ছিলেন। সম্ভবতঃ তিনিই ভারতের প্রথম অপেশাদারী জকি যিনি রেসের মাঠে ঘোড়া ছুটিয়েছেন। কেমব্রিজে পড়ার সময় জওহরলাল নেহরু তাঁর সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। প্রথম মহাযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন এবং তিনি ও তাঁর অনুজ ইন্দ্রলাল রয়েল ফ্লাইং কোর-এ কিংস কমিশন পেয়েছিলেন। ভারতীয়দের মধ্যে এর আগে এই সম্মান আর কেউ পাননি। অর্থনীতিতে এম.এ. পাশ করে ১৯১৯ খ্রী. দেশে ফিরে ইস্ট বেঙ্গল স্টেট রেলওয়েতে চাকরি নিয়ে কাজ শুরু করেন। ক্ৰমে রেলওয়ে বোর্ডের ডাইরেক্টর এবং ও. টি. রেলওয়ের ম্যানেজার পদে উন্নীত হন। বিশ দশকে বক্সিং অ্যাংলো-ইন্ডিয়ানদের মধ্যেই জনপ্রিয় ছিল। তিনিই ভারতীয়দের বক্সিংয়ের রিং-এ টেনে আনেন। মুষ্টিযুদ্ধ সংগঠনের চেষ্টায় কলিকাতার বালিগঞ্জে এক শিক্ষাকেন্দ্ৰ খোলেন। ১৯২৮ খ্রী. বেঙ্গল বক্সিং ফেডারেশন গঠন করে প্রথমে তাঁর সম্পাদক ও পরে সভাপতির দায়িত্বভার পালন করেন। ১৯৩৩ খ্রী. সিভিল মিলিটারী লড়াইয়ে বেঙ্গল চ্যাম্পিয়ন সন্তোষ দে তাঁর শিষ্য। অন্যান্যদের মধ্যে প্রমথ চৌধুরী, ফণি মিত্ৰ, নগেন চ্যাটার্জী, জোয়াকিম সি-এ মাইনাস, আবুলাল, জনি নাটাল, আর অস্টিন, ডি, গ্যাসপার, কার্তিক দত্ত প্ৰমুখের নাম উল্লেখযোগ্য। অ্যামেচার বক্সার হয়েও ওলন্ড এম্পয়ার থিয়েটারে এক প্রদর্শনী খেলায় ব্যান্টমওয়েটে সে-সময়ের ভারত চ্যাম্পিয়ান এডগার ব্ৰাইটের বিরুদ্ধে খেলে তিনি বিজয়ী হন। পরে একবার ফিলিপাইনের খ্যাতনামা বক্সার ইয়ং টারলেকে পরাজিত করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক বাহিনীতে যোগ দিয়ে মেজর পদে উন্নীত হয়েছিলেন।
পূর্ববর্তী:
« পরেশ বসু (পটল বাবু)
« পরেশ বসু (পটল বাবু)
পরবর্তী:
পরেশ লাহিড়ী »
পরেশ লাহিড়ী »
Leave a Reply