পরেশ বসু (পটল বাবু)। কুশলী মঞ্চাধ্যক্ষ। বিভিন্ন নাটকের অভিনয়ে উপযুক্ত পারিপার্শ্বিকের সৃষ্টি ও স্বাভাবিক দৃশ্য যোজনায় তাঁর কৃতিত্ব নাট্যজগতে স্মরণীয়। শ্ৰীগৌরাঙ্গ নাটকে নিমাই-এর গৃহত্যাগের দৃশ্য, গঙ্গাবক্ষে প্রভাতসূর্যের আভা, স্রোতোবেগে কুলকুলু ধবনি; রামানুজ নাটকে সায়াহ্নে স্নানের ঘাট, স্টেজের ওপর সিঁড়ি-সমন্বিত শ্রেষ্ঠীর প্রাসাদ, দোতলায় গমনরত শ্ৰেষ্ঠীর গতিভঙ্গি; কিন্নরী নাটকে কিন্নরী-সখীদের আকাশ-বিচরণ; পরশুরাম নাটকে পরশুরামের কুঠারাঘাতে বিচ্ছিন্ন মাতৃমস্তক; অযোধ্যার বেগমে নদী পারাপারের সেতু, সেতুর ওপর থেকে অন্যতম চরিত্র। ফয়জুল্লার নদীবক্ষে ঝম্পপ্ৰদান ও পলায়ন; উর্বশীতে শূন্যপথে ধনুর্বাণ-হস্তে বিক্রমদেব ও কেশীদৈত্যের প্রচণ্ড সংগ্রাম; শকুন্তলা নাটকে অনুপম শোভাময় স্বৰ্গধাম, এক প্ৰান্তে অবিশ্রান্ত গর্জনশীল জলপ্রপাত, অন্য প্ৰান্তে সোনার পাহাড়ের পাদদেশে শকুন্তলার ক্রীড়ামত্ত শিশুপুত্র ভরত-প্রতিটি দৃশ্যের পরিবেশ নিখুঁত ও স্বাভাবিক এবং বিমুগ্ধকর। তিনি মিনার্ভা ও ষ্টার রঙ্গালয়ের সঙ্গে বিশেষভাবে যুক্ত ছিলেন।
পূর্ববর্তী:
« পরীক্ষিৎ
« পরীক্ষিৎ
পরবর্তী:
পরেশ লাল রায় »
পরেশ লাল রায় »
Leave a Reply