পরেশনাথ দাশগুপ্ত (১-৪-১৯২৩ – ৭-৭-১৯৮২) কলিকাতা। আদি নিবাস ঢাকার শুয়াপুর। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু অধ্যাপক তমোনাশ। পুরাতত্ত্ববিদ। ১৯৪৬ খ্রী এম-এ পাশ করে দু বছর থাইল্যান্ড রয়াল চুলাঙ্গকরণ বিশ্ববিদ্যালয়ে ইন্ডো-থাই কালচারাল সোসাইটির প্রধান হিসাবে ভারততত্ত্ব, বিশেষ করে বৌদ্ধধর্মের অধ্যাপক ছিলেন। ১৯৪৮ খ্রী. দেশে ফিরে তমলুক কলেজে ও ১৯৫৫ – ৫৯ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। পশ্চিমবঙ্গ পুরাতত্ত্ব বিভাগের তিনি প্ৰথম ডিরেক্টর (১৯৬০–৮১)। তাঁর পুরাতাত্ত্বিক অনুসন্ধানের ফলে মেদিনীপুর ও নিম্নগাঙ্গেয় অঞ্চলের অনেক স্থানের প্রাচীন নিদর্শন আবিষ্কৃত হয়েছে। রচিত গ্ৰন্থ : ‘প্ৰাগৈতিহাসিক বাঙলা, ‘প্রাগৈতিহাসিক শুশুনিয়া’, ‘অরণ্যছায়ার দুর্গে, ‘Excavation at Pandu Rajar Dhibi’, ‘Archerlogical Treasures from Tamralipta’, ‘Exploring Bengal’s Past’, ‘The Terracotas of Atpur’ প্রভৃতি। রায়বাহাদুর ডঃ দীনেশচন্দ্ৰ সেন তাঁর মাতামহ।
পূর্ববর্তী:
« পরেশনাথ ঘোষ
« পরেশনাথ ঘোষ
পরবর্তী:
পরেশনাথ বন্দ্যোপাধ্যায়, ডাঃ »
পরেশনাথ বন্দ্যোপাধ্যায়, ডাঃ »
Leave a Reply