পরীক্ষিৎ ১। তিপ্ৰা-বিদ্রোহের (১৮৫০) অন্যতম নায়ক। ত্রিপুরারাজ চন্দ্ৰমাণিক্যের দেওয়ানের অত্যাচার ও শোষণে জর্জরিত হয়ে প্ৰজাবৰ্গ রাজদরবারে প্রতিকার প্রার্থনা করে বিফল হয়। তখন তারা ক্ষিপ্ত হয়ে পরীক্ষিতের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে। ফলে সাময়িকভাবে প্ৰজাপীড়ন ও শোষণের অবসান ঘটেছিল।
পরীক্ষিৎ ২। ১৮৬৩ খ্ৰী. অনুষ্ঠিত ত্রিপুরার জমাতিয়া-বিদ্রোহের নায়ক। সম্মুখ-যুদ্ধে আহত হয়ে ত্রিপুরারাজের কুকিবাহিনীর হস্তে বন্দী হন। ত্রিপুরারাজ বীরচন্দ্ৰ মাণিক্য বহুদিন পরে পরীক্ষিৎ সর্দারকে ক্ষমা করে মুক্তি দেন।
Leave a Reply