পরিমল মিত্র (১৭-৪-১৯১৯ – ১-৩-১৯৮৫)। ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। জলপাইগুড়ি ছাত্র ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। ১৯৩৯ খ্রী. তৎকালীন বে-আইনী কম্যুনিস্ট পার্টিতে যোগ দেন। ১৯৪১ খ্রী. জলপাইগুড়ি মেডিক্যাল স্কুলে পড়ার সময় আত্মগোপন করেন। ঐ সময় থেকেই পার্টির সর্বক্ষণের কর্মী। চল্লিশের দশকে জলপাইগুড়িতে তেভাগা আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। পরে তিনি আসামে রেল শ্রমিকদের মধ্যে কাজ করেন। ১৯৫২ খ্রী. জলপাইগুড়ি উত্তরবঙ্গের চা-শ্রমিকদের সংগঠনে সক্রিয় অংশ নেন। রাজ্যের চা-বাগান মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭৭ খ্রী. জলপাইগুড়ির ক্রান্তি কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়ে বন ও পর্যটন দপ্তরের মন্ত্রী হন। ১৯৮২ খ্ৰী. পুনরায় নির্বাচিত হয়ে ঐ একই দপ্তরের দায়িত্ব পান।
পূর্ববর্তী:
« পরিমল ঘোষ
« পরিমল ঘোষ
পরবর্তী:
পরিমলচন্দ্র কর »
পরিমলচন্দ্র কর »
Leave a Reply