পরিমলচন্দ্র কর (২৩-৩-১৯৩৩ – ২৭-৪-১৯৮২) ময়মনসিংহ। পূর্ণচন্দ্র। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এম.কম. (১৯৫৬) ও কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে এম.এ (১৯৬৩)। গারো উপজাতির উপর গবেষণা করে ১৯৭৯ খ্রী: গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে পি-এইচডি. ডিগ্রী লাভ করেন। ১৯৫৮ খ্রী: থেকে মৃত্যুকাল পর্যন্ত মেঘালয়ের টুরা সরকারী কলেজের অধ্যাপক ছিলেন। রচিত গ্রন্থ : ‘The Garos in Transition’, ‘Glimpses of The Garo’, ‘British Annexation of Garohills’, ‘Outline of Public Finance’, ‘Studies in Practical Banking’, ‘বাণিজ্য সংগঠন প্রবেশিকা’ প্রভৃতি। গারো ভাষায় লিখেছেন ‘Achik Aro Achic Asong’ । এ ছাড়া বহু প্রবন্ধ রচনা করেছেন।
পূর্ববর্তী:
« পরিমল মিত্র
« পরিমল মিত্র
পরবর্তী:
পরীক্ষিৎ »
পরীক্ষিৎ »
Leave a Reply