পরমানন্দ সরস্বতী ১ (৩.৬.১২৮৩ ব. – ?) কুমিরা–সাতক্ষীরা। মথুরানাথ মুখোপাধ্যায়। পূর্বনাম পুলিনবিহারী। ১২ বছর বয়সেই কবিত্বশক্তির উন্মেষ হয়। পরে সংসার ত্যাগ করেন। তিনি হাওড়া রামরাজাতলায় শঙ্করমঠ প্রতিষ্ঠা করে তার মঠাধীশ হন। রচিত গ্রন্থ : ‘কবিতাহার’ (৩ খণ্ড, কাব্য), ‘ব্ৰহ্মদত্তের রাজসূয়যজ্ঞ’ (নাটক), ‘গোবর্ধনলীলা’ (নাটক), ‘হরে পাগলা’ (প্রহসন), ‘আনন্দ-প্রদীপ’, ‘আনন্দসাগর’ প্রভৃতি।
পরমানন্দ সরস্বতী ২ (৩০-৩-১৩২২ – ৭.৩.১৩৮৭ ব)। কবি সন্ন্যাসী। বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় মৃণালকান্তি দাশ নামে কবিতা লিখতেন। শ্রীহট্টের লেখক শিল্পী সঙ্ঘের সম্পাদক ছিলেন। পরবর্তী কালে সাধক-জীবনে প্রবেশ করেন এবং পরমানন্দ সরস্বতী নামে পরিচিত হন। এই নামেই দীর্ঘকাল কবিতা লিখেছেন। ‘কবিতা’ ও ‘নিরুক্ত’ পত্রিকার নিয়মিত লেখক ছিলেন। প্রায় কুড়িটি গ্রন্থ রচনা করেন। রচিত কাব্যগ্রন্থ : ‘আকাশ’, ‘দিগন্ত’, ‘উত্তর বসন্ত’, ‘নির্জন’, ‘স্বাক্ষর’ প্রভৃতি। সঙ্গীত, ভাস্কর্য ও চিত্রকলাতেও পারদর্শী ছিলেন। প্রতিষ্ঠিত আশ্রম সংখ্যা ৫টি।
Leave a Reply