পরমানন্দ অধিকারী (১১৪০ – ১২৩০ ব.)। তাবা–হুগলী। তিনি কৃষ্ণযাত্রার পদকর্তা, গায়ক ও অধিকারীদের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ ও প্রাচীনতম এবং গোবিন্দ অধিকারীর বৃত্তিগুরু ছিলেন বলে শোনা যায়। তাঁর যাত্রারীতির বৈশিষ্ট্য ছিল দূতীয়ালিতে। তিনিই কালিয়দমন যাত্রায় ব্যাসদেব বা বাসদেবের প্রথা প্রবর্তন করেন। তার কোনও পালাগান পাওয়া যায়নি—চারটি ‘তুক্কো’ বা ‘তুক’ গান পাওয়া গেছে। কৃষ্ণ যাত্রার গানে তুক্কো প্রচলন করে বৈচিত্র্য এনেছিলেন। খোল-করতালই তার দলের একমাত্র বাদ্যযন্ত্র ছিল। আদি যাত্রাওয়ালাদের মধ্যে পরমানন্দ ভিন্ন শিশুরাম ও সুদাম অধিকারীও বিখ্যাত ছিলেন।
পূর্ববর্তী:
« পরমহংস মাধবদাসজী, যোগীশ্বর
« পরমহংস মাধবদাসজী, যোগীশ্বর
পরবর্তী:
পরমানন্দ মহারাজ »
পরমানন্দ মহারাজ »
Leave a Reply