পয়জকান্তি চৌধুরী (? – ১৯৩৩) চক্রশালা—চট্টগ্রাম। চট্টগ্রাম বিপ্লবীদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। অস্ত্রাগার আক্রমণের বেশ কিছুদিন পরে এক রাত্রে জনৈক গুপ্তচর পুলিস স্কুলের ছাত্র পয়জকে থানায় ডেকে নিয়ে যায়। পরদিন সকালে তার মা দরজা খুলে মৃতপ্রায় পুত্রকে দেখতে পান। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু ঘটে। বিপ্লবীদের সম্বন্ধে গুপ্ত খবর বের করার জন্য পুলিসকর্তৃক অমানুষিক প্রহারই তাঁর মৃত্যুর কারণ।
পূর্ববর্তী:
« প্ৰেমানন্দ সরকার
« প্ৰেমানন্দ সরকার
পরবর্তী:
ফএজর রহমান »
ফএজর রহমান »
Leave a Reply