পদ্মাবতী (১৭শ শতাব্দী) গোপালপুর-বাঁকুড়া। বিষ্ণুপুরের শাস্ত্ৰজ্ঞ পণ্ডিত রঘুনাথ (রাঘব) চক্রবর্তী। মল্লভূমের রাজা বীর হাম্বিরের গুরু শ্ৰীনিবাস আচার্যকে ১৯ বছর বয়সে তিনি স্বেচ্ছায় পতিত্বে বরণ করেন। বিবাহের পর নাম হয় গৌরাঙ্গপ্রিয়া। শাস্ত্ৰজ্ঞানী এবং সঙ্গীতে পারদর্শিনী ছিলেন। বিষ্ণুপুর, নবদ্বীপ এবং বৃন্দাবনের গৌড়ীয় সমাজে তাঁর বিশেষ খ্যাতি ছিল। গৌড়ীয় বৈষ্ণবধর্ম প্রচারের বিশিষ্ট উদ্যোক্তা। প্রতিভাধর কন্যা আচার্য হেমলতাঁর অনুবর্তিনী হলেও তিনি স্বকীয়তায় উজ্জ্বল ছিলেন। বিষ্ণুপুরের বিখ্যাত সঙ্গীতজ্ঞ গোস্বামী বংশের তিনি আদিমাতা।
পূর্ববর্তী:
« পদ্মা দেবী
« পদ্মা দেবী
পরবর্তী:
পবিত্র গঙ্গোপাধ্যায় »
পবিত্র গঙ্গোপাধ্যায় »
Leave a Reply