পদ্মা দেবী (১৯১৭ – ৩১-১-১৯৮৩) কলিকাতা। মহামহোপাধ্যায় পতাকা ভট্টাচার্য। প্রকৃত নাম নীলিমা। বিশিষ্ট চিত্রাভিনেত্রী। অভিনয় জীবনের শুরু ১৯৩৪ খ্রী. চাঁদ সদাগর ছবিতে। ১৯৪০ খ্ৰী. প্ৰমথেশ বড়ুয়ার শাপমুক্তি ছবিতে অভিনয় করে সুনাম অর্জন করেন। হিন্দী, উর্দু, তামিল, তেলেগু ছবিতেও অভিনয় করেছেন। উল্লেখযোগ্য বাংলা ছবি : ‘বাংলার মেয়ে’, ‘জীবনসঙ্গনী’, ‘ছদ্মবেশী’, ‘সাহেব বিবি গোলাম’, ‘জলসাঘর’, ‘জন অরণ্য’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« পদ্মলোচন মুখোপাধ্যায়
« পদ্মলোচন মুখোপাধ্যায়
পরবর্তী:
পদ্মাবতী »
পদ্মাবতী »
Leave a Reply