পদ্মলোচন মুখোপাধ্যায় (১১৮৫ – ১২৪৭ ব) বালী-হাওড়া। গোকুলচন্দ্র। কলিকাতা জানবাজার ফ্রি। স্কুলে ইংরেজী শিখে তিনি রেভিনিউ অ্যাকাউন্ট্যান্ট অফিসে কর্মগ্রহণ করেন এবং ক্ৰমে রেজিস্ট্রার হন। বালী গ্রামের শিক্ষা প্রসারের কাজের জন্য তিনি স্কুল মাস্টার উপাধি পান। তাঁর উদারতা ও নিঃস্বর্থ পরোপকারিতাঁর জন্য সাহেবরা তাকে লর্ড পদ্ম আখ্যা দিয়েছিলেন।
পূর্ববর্তী:
« পদ্মনাভ মিশ্র
« পদ্মনাভ মিশ্র
পরবর্তী:
পদ্মা দেবী »
পদ্মা দেবী »
Leave a Reply