পদ্মনাভ মিশ্র (১৬শ শতাব্দী) শ্ৰীহট্ট। জগদগুরু বলভদ্র। গৌড়দেশীয় গড়মণ্ডলের অধিরাজ্ঞী দুৰ্গাবতীর সভাপণ্ডিত ছিলেন (১৫৪৮–১৫৫৬)। তাঁর অসামান্য পাণ্ডিত্য ও বিজয় দ্বারা মিথিলার প্রাধান্য ঐ রাজ্যে লুপ্ত হয়েছিল। ন্যায়-বৈশেষিক দর্শনের উভয় অংশ-প্ৰাচীন ন্যায় ও নবন্যায়ে তাঁর পারদর্শিতা ছিল। তিনি বহু টীকা ও নিবন্ধ রচনা করেছিলেন। রচিত গ্ৰন্থ : ‘দুৰ্গাবতী প্রকাশ’ (৭ খণ্ড), বীরভদ্রচম্প, ‘স্মৃতিদুৰ্গাবতীপ্ৰকাশ’ ও ‘প্ৰায়শ্চিত্তপ্রকাশ’। এছাড়া বেদান্তের উপর তাঁর পুথি আছে। আকবরের সভার অন্যতম নৈয়ায়িক ছিলেন। তাঁর কনিষ্ঠ ভ্ৰাতা ও ছাত্র গোবর্ধন মিশ্র তর্কভাষাপ্রকাশ’ রচনা করে বিখ্যাত হয়েছেন।
পূর্ববর্তী:
« পদ্মনাথ বিদ্যাবিনোদ
« পদ্মনাথ বিদ্যাবিনোদ
পরবর্তী:
পদ্মলোচন মুখোপাধ্যায় »
পদ্মলোচন মুখোপাধ্যায় »
Leave a Reply