পদ্মনাথ বিদ্যাবিনোদ (১৮৬৮ – ১৯৩৮) কসবা-বানিয়াচঙ্গ-শ্ৰীহট্ট। পঞ্চানন ভট্টাচাৰ্য। ১৮৯০ খ্ৰী. ইংরেজী, সংস্কৃত ও দর্শনশাস্ত্ৰ—এই তিন বিষয়ে অনার্সসহ বি.এ. এবং ১৮৯২ খ্রী. ইংরেজীতে এম-এ পাশ করেন। পূর্ববঙ্গ সারস্বত সমাজ কর্তৃক অনুষ্ঠিত কাব্যশাস্ত্রের উপাধি পরীক্ষায় ‘বিদ্যাবিনোদ’ উপাধি প্ৰাপ্ত হন। ১৮৯৩ খ্রী. শ্ৰীহট্ট মুরারিচাদ কলেজে অধ্যাপনাকালে হিন্দুসভার কাজে অংশ নেন। ঐ বছরই আসাম সেক্রেটারিয়েটে কাজ পেয়ে শিলং যান। সেখানে সাহিত্যসেবক মাসিক পত্রিকা প্ৰকাশ ও একটি ধর্মসভা স্থাপন করেন (১৮৯৪)। ১৮৯৭ খ্রী. সুর্মাভেলীর ডেপুটি ইনস্পেক্টর অফ স্কুলস ও ১৯০৫ খ্ৰী. গৌহাটি কটন কলেজের অধ্যাপক নিযুক্ত হন। ১৯১১ খ্ৰী. গৌহাটিতে ‘কামরূপ অনুসন্ধান সমিতি’ স্থাপন করেন। ১৯১২ খ্রী. তিনি দরবার মেডেল পান। ১৯২৩ খ্রী. তিনি অধ্যাপকের কার্য থেকে অবসর-গ্ৰহণ করেন এবং ১৯৩৫ খ্রী. স্বগ্রামে চতুষ্পাঠী স্থাপন করে অধ্যাপনা করতে থাকেন। রচিত ও সম্পাদিত গ্রন্থাবলী : ‘বৈজ্ঞানিকের ভ্ৰান্তিনিরাস’, ‘হিন্দু-বিবাহ সংস্কার’, ‘কামরূপ-শাসনাবলী’, ‘পরশুরামকুণ্ড ও বদরিকাশ্রম পরিভ্রমণ’, ‘Translation of the Penal Code of the Last King of Cachar’ প্রভৃতি। তাঁর অনুবাদ গ্ৰন্থ ‘হেড়ম্বরাজের দণ্ডবিধি’। ১৯২২ খ্রী. ‘মহামহোপাধ্যায়’ উপাধিতে ভূষিত হন; কিন্তু সরদা আইনের প্রতিবাদে ঐ উপাধি ত্যাগ করেন।
পূর্ববর্তী:
« পঞ্চু সেন
« পঞ্চু সেন
পরবর্তী:
পদ্মনাভ মিশ্র »
পদ্মনাভ মিশ্র »
Leave a Reply