পঞ্চু সেন (১৯১৪ – ১২.২.১৯৭২)। জনপ্রিয় যাত্রা নট। প্ৰথম অভিনয় ‘প্রবীরার্জুন’ পালায়। ৩৮ বছরের অভিনয়-জীবনে অভিনীত স্মরণীয় চরিত্রগুলির মধ্যে উল্লেখযোগ্যঃ নট্ট কোম্পানীর চাঁদের মেয়েতে ‘ঈসা খাঁ’, জয়দেব পালায় ‘জয়দেব’, নবরঞ্জন অপেরার চণ্ডীমঙ্গলে ‘কালকেতু’, আর্য অপেরার বাঙালীতে ‘দায়ুদ খাঁ’, নাট্য-ভারতীর বিনয়-বাদল-দীনেশ পালায় ‘হরিদাস’ এবং গ্র্যান্ড ভাণ্ডারী অপেরায় অভিনীত সংগ্ৰামী মুজিব পালায় ‘ভাসানি’।
পূর্ববর্তী:
« পঞ্চানন মিত্র, ডাঃ
« পঞ্চানন মিত্র, ডাঃ
পরবর্তী:
পদ্মনাথ বিদ্যাবিনোদ »
পদ্মনাথ বিদ্যাবিনোদ »
Leave a Reply