পঞ্চানন মিত্র, ডাঃ (২৪.৫.১৮৯২ – ২৫.৭.১৯৩৬) কলিকাতা। উদয়েন্দ্রলাল। উর্দু ও বৈষ্ণব কবি জন্মেজয় মিত্র তাঁর প্রপিতামহ। রাজা রাজেন্দ্রলাল মিত্রের বংশধর। প্রখ্যাত অধ্যাপক ও নৃতত্ত্ববিদ। নারিকেলডাঙ্গা হাই স্কুল থেকে এন্ট্রান্স, বঙ্গবাসী কলেজ থেকে আই.এ., রিপন কলেজ থেকে ইংরেজীতে প্ৰথম শ্রেণীতে প্ৰথম হয়ে বি.এ. পাশ করে ‘অবিনাশচন্দ্ৰ স্বর্ণপদক’ লাভ করেন। প্রেসিডেন্সী কলেজ থেকে ১৯১৪ খ্রী. এম-এ পাশ করে ১৯১৫ খ্রী. বঙ্গবাসী কলেজে ইংরেজীর অধ্যাপক হন। ভারতের প্রাগৈতিহাসিক শিল্প ও কারিগরি বিষয়ে গবেষণাপত্রের জন্য ‘প্রেমচাঁদ-রায়চাঁদ বৃত্তি’ লাভ করেন। মহেঞ্জোদাড়োও অন্যান্যপ্ৰাচীন স্থান ভ্ৰমণ করেন। ১৯১৯ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক নিযুক্ত হন। ১৯২০ খ্ৰী. ঐ বিশ্ববিদ্যালয়ে নৃতত্ত্ব বিভাগ খোলা হলে তিনি তাতে যোগ দিয়ে ক্ৰমে তাঁর প্রধান হন। এই সময়ে ভারতীয় যাদুঘরের নৃতত্ত্ব অংশের অবৈতনিক সহকারী কিউরেটরের কাজ করেন। ১৯১৯–১৯২৪ খ্রী. কলিকাতার অনারারী ম্যাজিস্ট্রেট ছিলেন। অসহযোগ আন্দোলনের আহ্বানে সেই পদ ত্যাগ করেন। স্বরাজ্য দলের মনোনীত প্ৰাৰ্থী হিসাবে ১৯২৪ খ্রী. কলিকাতা কর্পোরেশনের কাউন্সিলার হন। ১৯২২ খ্রী. উত্তর বঙ্গের বন্যায় একদল তরুণ নিয়ে তিনমাস সেখানে ত্ৰাণকাৰ্য পরিচালনা করেছিলেন। ১৯২৯ খ্রী. হনলুলু যাদুঘরের ডিরেক্টরের আহ্বানে পলিনেশিয়ার বিভিন্ন স্থানে ভ্ৰমণ করেন। সেখান থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রে নিউ হাভেন যান এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ে পি-এইচডি ডিগ্রি লাভের জন্য ভর্তি হন। তাঁর গবেষণার বিষয় ছিল ‘Historical investigation into the Method and Research Conception in American Anthropology’। আমেরিকার বিশ্ববিদ্যালয়ে তিনিই প্ৰথম এই কাজ করেন। ১৯৩০ খ্রী. দেশে ফেরেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাসোসিয়েশনের সভ্য এবং গ্রেট ব্রিটেন ও আয়ার্ল্যান্ডের রয়াল অ্যানথ্রোপলজিক্যাল ইনস্টিটিউটের ফেলো ছিলেন। রচিত গ্রন্থ: ‘Prehistoric India’, ‘History of American Anthropology’, ‘Indopolynesian Memoirs’ প্রভৃতি। এছাড়া বহু পত্র-পত্রিকায় তাঁর লেখা প্ৰকাশিত হয়েছে। ধর্ম ও দর্শনের উপরও তিনি প্ৰবন্ধ লিখেছেন।
পূর্ববর্তী:
« পঞ্চানন পালিত
« পঞ্চানন পালিত
পরবর্তী:
পঞ্চু সেন »
পঞ্চু সেন »
Leave a Reply