পঞ্চানন পালিত ১ (১৯২০ – ১৯৪২) পাত্ৰশায়ের-বাঁকুড়া। শরৎচন্দ্ৰ। মাতা স্বাধীনতা-সংগ্ৰামী শান্তশীলা। পাটনা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র। এম-এ পড়ার সময় ‘ভারত-ছাড়’ আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন। মজঃফরপুর কারাগারে ইংরেজ জেলাশাসক ভারতবাসীর প্রতি অভদ্র উক্তি করলে প্রতিবাদ করেন। এই কারণে তাঁর বুকে এমন পদাঘাত করা হয় যে রক্তক্ষরণে জেলেই তাঁর মৃত্যু ঘটে।
পঞ্চানন পালিত ২ (? – ১৯৩০) আইন অমান্য আন্দোলনে গ্রেপ্তার হয়ে মেদিনীপুর সেন্ট্রাল জেলে বন্দী ছিলেন। সেখানে অত্যাচারের ফলে জেলেই তাঁর মৃত্যু হয়।
Leave a Reply