পঞ্চানন কর্মকার (? – ১৮০৩/৪)। বড়া-হুগলী। বাংলা মুদ্রাযন্ত্রের ইতিহাসের সূত্রপাত হয়। হ্যালহেড কর্তৃক রচিত ও ১৭৭৮ খ্ৰী. প্রকাশিত ‘A Grammar of the Bengali language’- গ্রন্থ থেকে। চার্লস উইলকিন্স ছাপার জন্য বাংলা অক্ষর তৈরি করেন এবং এই কাজে পঞ্চানন তাঁর সহকর্মী ছিলেন। তিনি উইলকিন্সের কাছ থেকে নাগরী ও ফারসী অক্ষর খোদাই শিখে তাঁর উন্নতিবিধান করেন। ১৮০০ খ্রী. প্ৰথম থেকে, তিনি শ্ৰীরামপুরের ব্যাপটিস্ট মিশনারীদের ছাপাখানায় কাজ করতে আরম্ভ করেন। ১৮০৩ খ্রী.উইলিয়ম কেরী তাঁকে নাগরী অক্ষরের একটি সাঁট রচনায় নিযুক্ত করেন। ভারতবর্ষে নাগরী হরফ-নির্মাণ এই প্ৰথম। এই কাজে নিযুক্ত থাকা-কালে তিনি বাংলা অক্ষরের আরও একটি সাঁট তৈরি করেন। শ্ৰীরামপুর মিশন তাকে নিয়ে শ্ৰীরামপুরে একটি টাইপ-ঢালাইয়ের কারখানা প্রতিষ্ঠা করেছিলেন। বৃদ্ধ বয়সে কলিকাতায় বটতলা পুস্তক প্ৰকাশনার জন্য ছবি কাটতে এসেছিলেন। পঞ্চানন তাঁর জামাতা মনোহর মিস্ত্রীকেও এই কাজ শেখান এবং উভয়ে মিলে ১৮ বছরে ১৪ টি বিভিন্ন বর্ণমালার টাইপ তৈরী করেন। দীর্ঘদিন পর্যন্ত তাঁর প্রস্তুত হরফের ব্যবহার ছিল। খোদাইয়ের কাজে বেণীমাধব দে, কার্তিকচন্দ্ৰ বসাকের নামও উল্লেখযোগ্য।
পূর্ববর্তী:
« পঙ্কজিনী বসু
« পঙ্কজিনী বসু
পরবর্তী:
পঞ্চানন তর্করত্ন »
পঞ্চানন তর্করত্ন »
Leave a Reply