পঙ্কজিনী বসু (১৮৮৪ – ১৯০০) বিক্রমপুর–ঢাকা। নিবারণচন্দ্ৰ গুহ মুস্তোফী। স্বামী আশুতোষ বসু। ১৩ বছর বয়সে বিবাহ এবং ১৭ বছর পূর্ণ হবার আগেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর দুবছর পরে তাঁর রচিত কবিতাগুলি কবি আনন্দচন্দ্ৰ মিত্র ভূমিকাসহ প্ৰকাশ করেন। তাঁর ‘সূর্যমুখী’ শীর্ষক কবিতাটির ইংরেজী তর্জমা করেন খ্যাতনামা অধ্যাপক হরিনাথ দে। বেশির ভাগ কবিতাই জীবন-মৃত্যু-সমস্যা-বিষয়ে রচিত। ‘জীবন্ত-পুতুল’ ও ‘বাসন্তী পঞ্চমী’ কবিতা দুটি Miss Whitehouse ইংরেজী গদ্যে অনুবাদ করেন এবং উক্ত অনুবাদ The Heritage of India সিরিজের Poems by Indian Women গ্রন্থে প্ৰকাশিত হয়।
পূর্ববর্তী:
« পঙ্কজকুমার মল্লিক
« পঙ্কজকুমার মল্লিক
পরবর্তী:
পঞ্চানন কর্মকার »
পঞ্চানন কর্মকার »
Leave a Reply