পঙ্কজ আচাৰ্য (? – ১১.৬.১৯৮২) নারী আন্দোলনের বিশিষ্ট নেত্রী। পশ্চিমবঙ্গ সমাজকল্যাণ উপদেষ্টা পৰ্যদের সভানেত্রী, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির সাধারণ সম্পাদক এবং মার্কসবাদী কমিউনিস্ট পার্টির রাজ্য কমিটির সদস্য ছিলেন। চল্লিশের দশক থেকেই তার রাজনৈতিক জীবন শুরু। ১৯৬২–৬৩ খ্রী. ভারতরক্ষা আইনে কারারুদ্ধ থাকেন। মৃত্যুকালে হালতু বালিকা বিদ্যালয়ের প্রধান-শিক্ষিকা ছিলেন। বিপ্লবী গোপাল আচাৰ্য তার স্বামী।
পূর্ববর্তী:
« নয়নানন্দ দাস
« নয়নানন্দ দাস
পরবর্তী:
পঙ্কজ গুপ্ত »
পঙ্কজ গুপ্ত »
Leave a Reply