নেলী সেনগুপ্ত (১২.১.১৮৮৬ – ২৩.১০.১৯৭৩) কেমব্রিজ-ইংল্যান্ড। ফেড্রারিক গ্রে। ইংল্যান্ড থেকে ১৯০৪ খ্রী. সিনিয়র কেমব্রিজ পাশ করেন। এখানেই দেশপ্ৰিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের সঙ্গে ১০৮-১৯০৯ খ্রী. তার বিবাহ হয়। বিবাহের পর স্বামীর সঙ্গে চট্টগ্রামে আসেন। ১৯১০ খ্রী. স্বামী-স্ত্রী উভয়ে কলিকাতায় এসে কংগ্রেসের কাজে যুক্ত হন। ১৯২১ খ্ৰী. গান্ধীজীর অসহযোগ আন্দোলনের ডাকে সাড়া দিয়ে চট্টগ্রামে খদ্দর বিক্রয় করবার সময় গ্রেপ্তার হন। ১৯৩০ খ্রী. দ্বিতীয় অসহযোগ আন্দোলনের সময় স্বামীর সঙ্গে দিল্লী, অমৃতসর প্রভৃতি অঞ্চল ভ্ৰমণ করেন এবং দিল্লীর এক নিষিদ্ধ সভায় বক্তৃতা দিয়ে গ্রেপ্তার বরণ করেন। ১৯৩৩ খ্রী. কংগ্রেস বে-আইনী ঘোষিত হওয়া সত্ত্বেও তিনি সভানেত্রীর পদ গ্ৰহণ করেন। এই সময় কলিকাতায় এক নিষিদ্ধ সভায় বক্তৃতাকালে গ্রেপ্তার হন। এই বছরই কলিকাতা কর্পোরেশন তাকে অল্ডারম্যান নিযুক্ত করে। ১৯৪০ এবং ১৯৪৬ খ্রী. বঙ্গীয় আইনসভার সদস্যা ছিলেন। ১৯৪৭ খ্রী. দেশবিভাগের প্রতিবাদ করেন। স্বাধীনতার পর গান্ধীজীর পরামর্শে তিনি পূর্ব-পাকিস্তানের চট্টগ্রামে যান। ১৯৫৪ খ্ৰী. পূর্ব-পাকিস্তান পরিষদে বিনা প্ৰতিদ্বন্দ্বিতায় সদস্যা নির্বাচিত হন। এখানে কয়েকবার গৃহে অন্তরীণ থাকেন। অসুস্থতার জন্য ১৯৭০ খ্রী. কলিকাতায় আসেন এবং এখানেই মারা যান। ভারত সরকার তাকে ‘পদ্মবিভুষণ’ উপাধিতে ভূষিত করেন।
পূর্ববর্তী:
« নেপালচন্দ্ৰ বসু রায়চৌধুরী
« নেপালচন্দ্ৰ বসু রায়চৌধুরী
পরবর্তী:
নয়ন নন্দী »
নয়ন নন্দী »
Leave a Reply