নেপালচন্দ্ৰ বসু রায়চৌধুরী (মার্চ ১৮৬৫ – ১৯.১২.১৯৩৮) খুলনা। দানশীল, স্বদেশপ্রিয় জমিদার। খুলনা মিউনিসিপ্যালিটির কমিশনার ছিলেন এবং মিউনিসিপ্যালেটির কাজের জন্য প্রচুর জমি দান করেন। তিনি ও তার ভাই ১৮৯৫ খ্রী. খুলনায় প্রথম মুদ্রাযন্ত্র স্থাপন করেন। স্থানীয় কো-অপারেটিভ ব্যাঙ্কের সভাপতি ছিলেন।
পূর্ববর্তী:
« নেপালচন্দ্ৰ নাগ
« নেপালচন্দ্ৰ নাগ
পরবর্তী:
নেলী সেনগুপ্ত »
নেলী সেনগুপ্ত »
Leave a Reply