নৃসিংহ রায় (১৭৩৮ – ১৮০৯) গোন্দলপাড়া–হুগলী। আনন্দীনাথ। ‘দাঁড়াকবি’র প্রবর্তক কবিয়াল রঘুনাথের দলে ভর্তি হন। কিছুদিন পর তিনি এবং তার অগ্রজ রাসু একটি কবির দল গঠন করে ১১৫৭ ব: কলিকাতায় আসেন। তাদের গান প্ৰধানত বিরহ, সখীসংবাদ এবং ভক্তিভাবপূর্ণ শ্লেষ ও ব্যাঙ্গোক্তি-প্রধান ছিল। এই সময়ের চন্দননগরবাসী অপর বিখ্যাত কবিয়াল ছিলেন নিত্যানন্দ দাস বৈরাগী।
পূর্ববর্তী:
« নৃসিংহ ওঝা
« নৃসিংহ ওঝা
পরবর্তী:
নৃসিংহদেব রায় »
নৃসিংহদেব রায় »
Leave a Reply