নৃসিংহদেব রায় (১৭৪০ – ১৮০২) বংশবাটী–হুগলী। জমিদার গোবিন্দদেব। সাহিত্যানুরাগী, সঙ্গীতরচয়িতা ও চিত্ৰকলা-বিশারদ। তিনি দেবদেবী-বিষয়ে বহু সঙ্গীত রচনা ও উডউীশতন্ত্রের বঙ্গানুবাদ করেন। জয়নারায়ণ ঘোষালের কাশীখন্ডের অনুবাদে বিশেষ উদ্যোগী ছিলেন। ১৭৯১ খ্ৰী. কাশীতে গিয়ে তান্ত্রিক সাধনায় পারদর্শিতা লাভ করেন। দেশে ফিরে পঞ্চতোলা ও ত্ৰয়োদশ মিনারবিশিষ্ট একটি সুউচ্চ মন্দির মধ্যে কুণ্ডলিনী শক্তিরূপে দেবী হংসেশ্বরীর মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু করেন। মন্দিরের দ্বিতলের কাজ অসমাপ্ত রেখে তিনি মারা যান। তার স্ত্রী শঙ্করী দেবী। স্বামীর আরব্ধ কাজ সমাপ্ত করেন।
পূর্ববর্তী:
« নৃসিংহ রায়
« নৃসিংহ রায়
পরবর্তী:
নেকবাবা »
নেকবাবা »
Leave a Reply