নৃপেন্দ্রনারায়ণ ভূপ (৪.১০.১৮৬২ – ১৮.৯.১৯১১) কুচবিহার। নরেন্দ্রনারায়ণ। বারাণসীর ওয়ার্ডস ইনস্টিটিউট ও বাঁকিপুর কলেজে এবং বিলাতে শিক্ষাপ্রাপ্ত হন। ১৮৭৮ খ্ৰী. কেশবচন্দ্র সেনের কন্যা সুনীতি দেবীকে বিবাহ করেন। ১৮৮৩ খ্রী. সিংহাসনে আরোহণ করেন। মহারানী ভিক্টোরিয়ার কাছ থেকে ‘মহারাজা’ উপাধি, পদক ও তরবারি উপহার পান। ১৮৮৫ খ্রী. ভারত সরকার কুচবিহার রাজপরিবারকে ‘মহারাজ ভূপতবাহাদুর’ উপাধিতে ভূষিত করেন। ১৮৮৭ খ্ৰী মহারানী ভিক্টোরিয়ার জুবিলী উৎসব উপলক্ষে তিনি পুনরায় ইংল্যান্ড যান। সেই সময়েই তিনি জিসিআইই উপাধি পান; তার পত্নীও সিআই (Crown of India) উপাধি লাভ করেন। তিনি সপ্তম এডওয়ার্ডের অনারারি এডিকং এবং ব্রিটিশ সেনাদলের লেফটেন্যান্ট কর্নেল হয়েছিলেন। বিলিয়ার্ড, টেনিস, পোলো, শিকার প্রভৃতিতে সুনিপুণ ছিলেন। ১৯০৯ খ্রী. ইংরেজী ভাষায় শিকার সম্বন্ধে একটি গ্রন্থ প্ৰকাশ করেন। কলিকাতার ‘ইন্ডিয়া ক্লাব’ তারই প্ৰচেষ্টায় প্রতিষ্ঠিত হয়।
পূর্ববর্তী:
« নৃপেন্দ্রনাথ সরকার, স্যার, কেসিএসআই
« নৃপেন্দ্রনাথ সরকার, স্যার, কেসিএসআই
পরবর্তী:
নৃপেন্দ্ৰকৃষ্ণ চট্টোপাধ্যায় »
নৃপেন্দ্ৰকৃষ্ণ চট্টোপাধ্যায় »
Leave a Reply