নৃপেন্দ্রনাথ সরকার, স্যার, কেসিএসআই (১৮৭৬ – ১৯৪৫) কলিকতা। নগেন্দ্রনাথ। কলিকাতা ও লণ্ডনে শিক্ষালাভ। প্রথম জীবনে আইনের অধ্যাপনা, আইন ব্যবসায় ও সরকারী চাকরির পর ১৯০৭ খ্রী. ব্যারিস্টার-রূপে হাইকোর্টে আইন ব্যবসায় শুরু করে অল্পকালের মধ্যে প্রভূত খ্যাতি ও অর্থ উপাৰ্জন করেন। ১৯২৮ থেকে ১৯৩৪ খ্রী. বঙ্গীয় সরকারের অ্যাডভোকেট জেনারেল পদে এবং ১৯৩৩ থেকে ১৯৩৯ খ্রী. গভর্নর-জেনারেলের ব্যবস্থা পরিষদের আইন-সদস্যরূপে নিযুক্ত ছিলেন। এই সময়ে ‘ভারতীয় কোম্পানী আইন ও ‘ভারতীয় বীমা আইন-এর প্রবর্তন তারই কীর্তি। তৃতীয় গোলটেবিল বৈঠকে বাঙলার হিন্দুসমাজের প্রতিনিধিত্ব করেন (১৯৩২)। ১৯৪১ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ‘ঠাকুর আইন অধ্যাপক’-রূপে হিন্দু আইন সম্বন্ধে কয়েকটি ভাষণ দেন। শিক্ষা ও সমাজ-উন্নয়নকামী বহু সংস্থার সংগঠন ও পৃষ্ঠপোষকতা করেন। তার দানশীলতাও সুবিদিত ছিল।
পূর্ববর্তী:
« নৃপেন্দ্রনাথ রায়চৌধুরী
« নৃপেন্দ্রনাথ রায়চৌধুরী
পরবর্তী:
নৃপেন্দ্রনারায়ণ ভূপ »
নৃপেন্দ্রনারায়ণ ভূপ »
Leave a Reply